নাটোরে ৫৬ রাউন্ড গুলি ও ২টি অস্ত্রসহ সন্ত্রাসী আটক
নাটোর: নাটোরে সাড়ে আট ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলি ও দুটি অস্ত্রসহ সোহেল রানা (৩৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
নাটোরের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, হত্যাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শহরের বড়গাছা বউবাজার এলাকার আবুল কালাম আজাদের ছেলে সোহেল রানাকে শুক্রবার রাত ১২টার দিকে গ্রেফতার করতে যায় একদল পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে সোহেল। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পুরো বাড়ি ঘিরে রেখে তাকে গ্রেফতারের চেষ্টা চালান। কিন্তু সোহেল পুলিশকে বলে, ‘আমাকে গ্রেফতার করার চেষ্টা করলে নিজেই মাথায় গুলি করে আত্মহত্যা করব।’ পরে পুলিশ সোহেলকে নানা তালবাহানা এবং প্রলোভন দেখিয়ে রাতের অন্ধকার কাটিয়ে উঠার চেষ্টা করে।
অবশেষে ভোরের সূর্য ওঠার পর শনিবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নায়িরুজ্জামানের নেতৃত্বে ঘরের দরজা ভেঙে সোহেল রানাকে আটক করে পুলিশ। এসময় সোহেলে ঘরে তল্লাশি করে ৫৬ রাউন্ড গুলি, একটি পিস্তল, একটি রিভলবার এবং একটি ম্যাগজিন উদ্ধার করে।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, সোহেল রানা মানসিক রোগের আড়ালে বিভিন্ন অপকর্ম করে আসছিল। তাছাড়া নাশকতা চালাতে পারে এ ধরনের একটি গোপন সংবাদ পুলিশের কাছে আগে থেকেই ছিল। পরে পুলিশের একটি দল সাড়ে আট ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে সন্ত্রাসী সোহেল রানাকে আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম এমএইচ/ এফএ
নিউজবাংলাদেশ.কম