News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৭, ৬ মার্চ ২০১৫
আপডেট: ২২:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

ঝিনাইদহে প্রদীপ জাতের গমের বাম্পার ফলন

ঝিনাইদহে প্রদীপ জাতের গমের বাম্পার ফলন

ঝিনাইদহ সংবাদদাতা: উচ্চ ফলনশীল `প্রদীপ` জাতের গম চাষ করে বাম্পার ফলন পেয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তিনশ’ কৃষক। এখন শুধু গম ঘরে তোলার অপেক্ষায় দিন গুনছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকা, সময়মত ন্যায্যমূল্যে সার ও বীজ পাওয়ায় ফলন ভালো হয়েছে বলে কৃষকদের ধারণা।

 

কৃষি অফিস সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলায় এ বছর দেড়শ’ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল প্রদীপ জাতের গম আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর এর বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছয়শ’ মেট্রিক টন থাকলেও ধারণা করা হচ্ছে ফলন ৯শ’ মেট্রিক টন হতে ছাড়িয় যেতে পারে।

 

মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি বছর তিনশ’ কৃষক প্রদীপ জাতের গমের আবাদ করেন। একই জমিতে সমান খরচে সাধারণ জাতের চেয়ে প্রদীপ জাতের গম আবাদ করে অধিক ফলন পাচ্ছেন বেল জানান এলাকার কৃষকরা।

 

রঘুনাথপুর গ্রামের কৃষক রাশেদ আলী জানান, ‍``এ বছর তার তিন বিঘা জমিতে প্রদীপ জাতের গমের আবাদ করেছেন। আশা করছেন বিঘা প্রতি ১৬ মণ গম ঘরে তুলতে পারবেন। উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় তিনি এ জাতের গমের আবাদ করেছেন।``

 

একই এলাকার কৃষক নিয়ামুল ইসলাম এবং কৃষক টিটন কুমার জানান, ``গত বছরের চেয়ে এ বছর তারা আগের তুলনায় অধিক জমিতে প্রদীপ জাতের গমের আবাদ করেছেন। এ জাতের গমের দানা পুষ্ট হওযায় ফলন বেশি হবে। উচ্চ ফলনশীল জাতের গম হওয়ায় আগের তুলনায় ফলন ভালো বলে আশা করেছন তারা।``

 

এ বছর ঠিকমত ফসল ঘরে তুলতে পারলে আগামী বছর আবারো এই জাতের গমের আবাদ করবেন অনেকেই।

কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, ``মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়ায় গমের আবাদ বৃদ্ধি পেয়েছে। আগামী বছর আরো অধিক জমিতে গমের আবাদ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।``

 

এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন জানান, ``সরকারের দেওয়া যুগোপযোগী ব্যবস্থার কারণে এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের আবাদ হয়েছে। ইতোমধ্যে তিনশ’ কৃষক এ জাতের গম আবাদ করে বাম্পার ফলন পেয়েছেন। তাই আগামী বছরও এই গম অধিক চাষে আগ্রহী হবে এলাকার কৃষকরা।``

 

নিউজবাংলােদেশ.কম/এএইচকে

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়