শতাধিক রোহিঙ্গা আটক, সুবেদার গুলিবিদ্ধ
কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় অনুপ্রবেশকারী ১০৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির সুবেদার ফজলুল হক এক দালালের গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অনেক অবৈধ রোহিঙ্গা অংশ নেয়। শুক্রবার সকালে তারা উখিয়ার দিকে যেতে থাকে। এ সময় বিজিবি তাদের আটক করে। তখন কিছু দালাল রাস্তায় ব্যারিকেড দিয়ে রোহিঙ্গাদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং গুলি চালায়। এতে বিজিবি সুবেদার ফজলুল হক গুলিবিদ্ধ হন। এরপর বিজিবি সদস্যরা ফাঁকা গুলি করলে দালালেরা পালিয়ে যায়। তবে রোহিঙ্গাদের বহনকারী একটি জিপ গাড়ির চালক শাহ আলমগীরকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, আটক রোহিঙ্গাদের ছিনিয়ে নিতে বিজির ওপর হামলা চালায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর লোকজন। আটক করা ১০৮ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। হামলাকারীদের ধরতে এলাকায় বিশেষ অভিযান চলছে।
নিউজবাংলাদেশ.কম
নিউজবাংলাদেশ.কম