News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৪, ৬ মার্চ ২০১৫
আপডেট: ০২:১২, ১১ ফেব্রুয়ারি ২০২০

অভিজিৎ হত্যাকাণ্ডের স্থানে এফবিআই

অভিজিৎ হত্যাকাণ্ডের স্থানে এফবিআই

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় লেখক-ব্লগার অভিজিৎ রায় খুন হওয়ার স্থানটি পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রতিনিধি দল।

শুক্রবার দুপুর দেড়টার দিকে এফবিআইয়ের চার সদস্যের প্রতিনিধি দলটি ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে হত্যাকাণ্ড নিয়ে তারা কোনো মন্তব্য করেননি।

অভিজিৎ হত্যাকাণ্ডে দেশের গণমাধ্যম ছাড়াও বিদেশের গণমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এই হত্যাকাণ্ড তদন্তে এফবিআই সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ সরকার এতে ইতিবাচক সাড়া দেয়। অনুমতি পেয়ে বুধবার দিবাগত রাতেই সংস্থাটির চার সদস্যের প্রতিনিধিদলটি বাংলাদেশে আসে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে বইমেলা থেকে ফেরার পথে অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রাত সাড়ে ১০টার দিকে অভিজিৎ মারা যান। বন্যাকে উন্নত চিকিৎসার জন্য গত ৩ মার্চ সকালে মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে নেয়া হয়।

উল্লেখ্য, অভিজিতের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও ছিল।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/ এফএ  

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়