News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩০, ৬ মার্চ ২০১৫
আপডেট: ০২:০২, ১৮ জানুয়ারি ২০২০

নাটোরে নকল ওষুধ তৈরি, ২ জনের দণ্ড

নাটোরে নকল ওষুধ তৈরি, ২ জনের দণ্ড

নাটোর: নাটোরের বনপাড়ায় নকল ওষুধ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে অভিযান চালিয়ে এ নকল ওষুধ কারখানায় সন্ধান পায় র‌্যাব।

অভিযানকালে নকল ওষুধ তৈরির কাজে জড়িত বাড়ির মালিক আব্দুল আজিজ ও তার বোন রাজিয়া বেগমকে আটক করা হয়েছে।

পরে তাদের জেল ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৫ এর বাগমাড়া ক্যাম্পের কমান্ডার জামাল আল নাসের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকার আব্দুল আজিজের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় সেখান থেকে বিভিন্ন কোম্পানির নকল ওষুধ, বিভিন্ন ব্যান্ডের কোমল পানীয় তৈরির বিপুল পরিমাণ উপকরণ ও লেবেল জব্দ করা হয়।

এছাড়া এ কাজের সঙ্গে জড়িত থাকায় আব্দুল আজিজ ও তার বোন রাজিয়া বেগমকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের কাছে হাজির করা হলে তিনি আব্দুল আজিজকে দুবছরের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা এবং রাজিয়াকে ছয় মাসের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

জব্দ করা মালামাল আগুনে পুড়িয়ে এবং ভেঙে গুঁড়িয়ে দিয়ে ধ্বংস করা হয়।

নিউজবাংলাদেশ.কম/ এমএইচ/ এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়