News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৩:৪১, ১ ফেব্রুয়ারি ২০২০

ওয়াশিংটনে কেরি-মাহমুদ আলী বৈঠক

ওয়াশিংটনে কেরি-মাহমুদ আলী বৈঠক

ওয়াশিংটনে আগামী বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
হোয়াইট হাউজের আয়োজনে এক সম্মেলনের পাশাপাশি দুই দেশের মন্ত্রীর এ বৈঠক হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।  
সহিংস উগ্রবাদের বিরুদ্ধে হোয়াইট হাউজের এই সম্মেলনে অংশ নিতে জন কেরির আমন্ত্রণে মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে মাহমুদ আলীর।
সাম্প্রতিক সময়ে অটোয়া, সিডনি ও প্যারিসে উগ্রপন্থি হামলার ঘটনার প্রেক্ষাপটে বুধ ও বৃহস্পতিবার এই সম্মেলন হচ্ছে।
২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিহীন নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটিই হবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম যুক্তরাষ্ট্র সফর।  
পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোও দুই মন্ত্রীর আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।
এলএন/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়