News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩১, ৪ মার্চ ২০১৫
আপডেট: ২০:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

সোয়াইন ফ্লু প্রতিরোধে সব প্রস্তুতি সম্পন্ন

সোয়াইন ফ্লু প্রতিরোধে সব প্রস্তুতি সম্পন্ন

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সোয়াইন ফ্লু প্রতিরোধে বাংলাদেশ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সব বন্দর সংলগ্ন এলাকায় বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

বুধবার ঢাকার একটি হোটেল ‘অভিবাসন ও স্বাস্থ্য’ বিষয়ক আঞ্চলিক পরামর্শ সভার উদ্বোধনকালে তিনি একথা জানান। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইএমও), জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউএনএইডস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এ সভার আয়োজন করে।

সোয়াইন ফ্লু নিয়ে বাংলাদেশের জনগণকে আতংকিত না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ঢাকা বিমানবন্দরসহ পাঁচটি বন্দরে আগত যাত্রীদের জ্বর পরিমাপের জন্য থার্মাল স্ক্যানারও স্থাপন করা হয়েছে।”

মন্ত্রী জানান, সৌদি আরবে শ্রমিক প্রেরণের সময় তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিবে। এক্ষেত্রে নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার বিশেষ নজর দিবে।

এই আঞ্চলিক সভায় বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং চিকিৎসকেরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়