News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৩, ৪ মার্চ ২০১৫
আপডেট: ২০:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

‘পুলিশের ব্যবহার ছিল খেজুরের মতো মিষ্টি’

‘পুলিশের ব্যবহার ছিল খেজুরের মতো মিষ্টি’

ঢাকা: ১৬ ঘণ্টা পুলিশি হেফাজতে থাকার পর মুক্তি পেয়েই দার্শনিক জালাল উদ্দিন মজুমদার জানালেন, জাতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করতে চান তিনি।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। পার্টির অর্থায়ন বিষয়ে তিনি বলেন, অর্থয়ায়নের ব্যবস্থা হবে। অর্থায়ন করবে এমন লোক তার আছে।

গাছের ওপর ২৪ ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন শেষে গাছের নিচে নেমে এলে ৩ মার্চ তিনি আটক হন। তিনি জানান, শাহবাগ থানার ওসিকে তার আটকের ব্যাপারে তিনি জিজ্ঞেস করেছিলেন।

জালাল জানান, ওসি তাকে বলেন, তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে রাত দশটার পর। ওপর মহলের নির্দেশে তাকে আটক করা হয়েছে। এসময় পুলিশ তাকে কোনো রকম মারধর করেনি।

তিনি আরো বলেন, আমার সাথে থানা পুলিশের কথাবার্তা-ব্যবহার ছিল খেজুরের মতো মিষ্টি।

উল্লেখ্য, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন প্রয়াত মেজর এম এ জলিল। পুরনো সেই পার্টিকেই তিনি পুনঃপ্রতিষ্ঠা করতে চান।

নিউজ বাংলাদেশ২৪.কম/এসটি/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়