স্বাধীনতা পুরস্কারে ৮ জনের মনোনয়ন
ঢাকা: স্বাধীনতা পুরস্কারের জন্য এ বছর দেশের ৮ বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মনোনীত ব্যক্তিরা হচ্ছেন, মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, মামুন মাহমুদ, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া, প্রবীণ রাজনীতিবিদ এবং অধ্যাপক মোজাফফর আহমদ, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান।
এ তালিকায় আরো আছেন, অভিনেতা আব্দুর রাজ্জাক, কৃষি গবেষক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ হোসেন মন্ডল। সাংবাদিকতায় প্রয়াত সন্তোষ গুপ্ত এ পুরস্কার পাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন।
নিউজ বাংলাদেশ২৪.কম/এসটি/এটিএস
নিউজবাংলাদেশ.কম