News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ৪ মার্চ ২০১৫
আপডেট: ০৪:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০

দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩৫

দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩৫

জেলা সংবাদদাতা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ছটায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার খড়িয়ালা এলাকায় সিএনজি অটোরিকশার স্ট্যান্ড নিয়ে স্থানীয় হাজী আবু তাহের মিয়ার সাথে একই উপজেলার বগইল গ্রামের নূর ইসলামের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩৫ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনাটি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়