News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৮, ৪ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

বিমান বাহিনীর শীতকালীন মহড়া শুরু

বিমান বাহিনীর শীতকালীন মহড়া শুরু

ঢাকা: প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে বিমান বাহিনীর শীতকালীন মহড়া।

বুধবার সারাদেশে ‘উইনটেক্স-২০১৫’ নামে এ মহড়া বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটে একযোগে শুরু হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
 
আইএসপিআর জানায়, বার্ষিক শীতকালীন মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ করে এর দুর্বল দিকসমূহ নির্ণয় করে। এ মহড়ার মাধ্যমে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে এ বাহিনী।

এতে বিমান বাহিনীর সব যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার ও রাডার স্কোয়াড্রনসমূহ, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ইউনিটসহ বিমানবাহিনীর সব সদস্য অংশ নিয়েছে।
 
মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশলসহ যুদ্ধ বিমানের মাধ্যমে ইন্টারসেপশনে অংশগ্রহণ করছে।
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়