বাংলাকে পাকিস্তান বানানোর চেষ্টা
নিউজবাংলাদেশ.কম
ঢাকা: স্বাধীনতার ৪৩ বছর পর সোনার বাংলাকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে একটি গোষ্ঠী। এদের রুখে দিতে হবে। এর জন্য যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।
বুধবার বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) প্রধান কার্যালয়ের নবগঠিত আঞ্চলিক কমিটি পরিচিতি অনুষ্ঠানে এ কথা বলেন সিবিএ সাধারণ সম্পাদক মনজুরুল হক।
তিনি বলেন, ‘আমরা শ্রমিক ইউনিয়ন করি শ্রমিকদের অধিকারের জন্য যুগে যুগে এ অধিকার আদায়ের আন্দোলন হয়ে আসছে। কোনো সরকার বা কোনো মালিকপক্ষ নিজ ইচ্ছায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেনি। সংগ্রাম করে শ্রমিকরা অধিকার আদায় করে নিয়েছে। বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময় থেকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারীদের অধিকার আদায়ে আমরা কাজ করে যাচ্ছি।’
মনজুরুল হক বলেন, ‘মালিক যখন শ্রমিকের সমস্যা বুঝতে পারবে, শ্রমিক তার অধিকার পাবে, তখন শিল্প উৎপাদন বাড়বে এবং শিল্প উন্নত হবে। দেশর উন্নয়ন হবে। আমরা চাই দেশে রাজনীতি মুক্ত, গণতান্ত্রিক ও নেতৃত্ব গুনাবলি সম্পন্ন শ্রমিক ইউনিয়ন গড়ে উঠুক।’
শ্রমিক ইউনিয়নের জন্য বর্তমান সরকারের অবদান স্বীকার করে তিনি বলেন, ‘যে দেশের শ্রমিকরা যত বেশি শিক্ষিত, যত বেশি রাজনীতিমুক্ত সে দেশ ততবেশি উন্নত হচ্ছে। বাংলাদেশেও ঠিক তেমনিভাবে শিক্ষিত শ্রমিকের সংখ্যা বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। যা অন্য কোনো সরকার করেনি।’
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক নীলদলের সাংগঠনিক সম্পাদক হামিদুল আলম সখা বলেন, ‘কর্মী বাহিনী না থাকলে নেতা হওয়া যায় না, নেতৃত্ব না থাকলে অধিকার আদায় করা যায় না। বাংলাদেশ ব্যাংকের অধিকার আদায়ে মনজুরুল হকের মতো নেতৃত্ব দরকার, একদিন মনজুরুল থাকবে না, আমরা থাকব না, তখন তরুণদের মধ্য থেকে মনজুরুল হক বেরিয়ে আসতে হবে।’
নবগঠিত কমিটির মধ্যে রয়েছেন- কার্যকরী সভাপতি মো. সরোয়ার হোসেন, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. কামাল হোসেন, মো. নাজিম উদ্দিন মণ্ডল (রাজু)।
সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন (প্যাভেল), যুগ্ম সম্পাদক মো. হাসানুল হক সম্রাট।
সহ-সাধারণ সম্পাদক একেএম রেজাউল ইসলাম, সম্পাদক মো. সাহিনুল ইসলাম, কেশব চন্দ্র ভৌমিক, ফারজানা নুসরাত।
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ, মো. কাজী নজরুল ইসলাম, জেসমিন আক্তার।
কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (সাগর), মো. মামুনুর রশীদ, মো. আব্দুর রহিম।
দপ্তর সম্পাদক মো. কবিরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শাজাহান মিয়া, হিসাবরক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন সরকার, কার্যকরী সদস্য জয়ন্ত চন্দ্র দাস, মো. নাসির উদ্দিন, মো. সোহেল (রানা)।
নবগঠিত আঞ্চলিক কমিটি নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করেন।
নিউজবাংলাদেশডটকম/ জেএস/ এফএ
নিউজবাংলাদেশ.কম