News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২২, ৪ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫০, ১৭ জানুয়ারি ২০২০

আদালতে যাবেন না খালেদা

আদালতে যাবেন না খালেদা

ঢাকা: পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘হরতাল কর্মসূচি চলছে। হরতালে সাধারণত বিএনপি চেয়ারপারসন বের হন না। এছাড়া চেয়ারপারসনের আইনজীবীরা তো বলেছেনই পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হলে তিনি আদালতে যাবেন।’

নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়ায় খালেদা জিয়া আদালতে যাচ্ছেন না বলে জানান তিনি।

তবে গুলশান থানার এসআই ফিরোজ নিউজবাংলাদেশকে বলেন, ‘আজ খালেদা জিয়ার হাজিরার দিন, বিষয়টি আমাদের জানা রয়েছে। আমরা তার নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে। তিনি আদালতে যেতে চাইলে সমস্যা হবে না।’ 

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অনেকদিন ধরে আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তারের আদেশ দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।

রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে মামলা দুটির বিচার কাজ চলছে। 

বুধবার এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় খালেদা জিয়াকে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে। তা না হলে আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। যদিও বুধবার পর্যন্তও গ্রেপ্তারের আদেশের কপি গুলশান থানায় পৌঁছানোর খবর পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/ আরআর/ এনএইচ/ এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়