প্রচারে শীর্ষে বাংলাদেশ প্রতিদিন, জাতীয় দৈনিক ১৪৬টি
ঢাকা: রাজধানী থেকে প্রতিদিন ১৪৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এরমধ্যে প্রচার সংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন। প্রচার সংখ্যায় পিছিয়ে আছে নিউজ লাইন নামে একটি ইংরেজি পত্রিকা।
মঙ্গলবার জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংসদকে এ তথ্য জানান।
ইনুর দেয়া তথ্য অুনযায়ী, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকের সংখ্যা ১৪৬টি। প্রচার সংখ্যা অনুয়ায়ী, এ তালিকার দ্বিতীয় স্থানে আছে প্রথম আলো, তৃতীয় কালের কণ্ঠ। ধারাবাহিকভাবে অন্যান্য পত্রিকার অবস্থান হচ্ছে-আমাদের সময়, যুগান্তর, ইত্তেফাক, জনকণ্ঠ, সমকাল, মানবকণ্ঠ, আলোকিত বাংলাদেশ, ভোরের পাতা, ভোরের কাগজ, সকালের খবর, ইনকিলাব, মানবজমিন, নয়া দিগন্ত, সংবাদ, যায় যায় দিন, আমাদের অর্থনীতি, ভোরের ডাক, গণকণ্ঠ, আজকালের খবর, আমার সংবাদ, বণিক বার্তা, ডেইলী স্টার, জনতা, ফিনান্সিয়াল এক্সপ্রেস, দি ডেইলি অবজারভার, খবর, দি ইনডিপেনডেন্ট, ডেইলি সান, দি নিউএইজ, দৈনিক বাংলা, সংগ্রাম, ঢাকা ট্রিবিউন ইত্যাদি।
এ তালিকার ১৪৬টি পত্রিকার মধ্যে সবশেষে রয়েছে দি নিউজ লাইন।
ঢাকা-৭ আসনে সংসদ সদস্য হাজী মো. সেলিমের অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ এ বিজ্ঞাপন সম্প্রচার শিরোনামে একটি অধ্যায় আছে। সে অনুযায়ী নারী প্রতিবন্ধী তথা বিশেষ কোন গোষ্ঠীকে হেয় করে বিজ্ঞাপন পাচারের কোনো সুযোগ নেই। বিজ্ঞাপন প্রচারের পূর্বে পাণ্ডুলিপি কমিটি কর্তৃক বিজ্ঞাপনের ক্যাসেট পরীক্ষা করা হয়।
সংসদ সদস্য আয়েন উদ্দিনের (রাজশাহী-৩) অপর এক প্রশ্নের জবাবে হানানুল হক ইনু বলেন, বাংলাদেশ টেলিভিশনে সঙ্গীত শিল্পীরা প্রতি মিনিটে যে সম্মানী পান তা নিন্মরূপ-বিশেষ শ্রেণিভুক্ত-২১০ টাকা, উচ্চ শ্রেণিভুক্ত-১৬৮ টাকা, ক বিভাগ-১৩৬, খ বিভাগ-১০৫ টাকা এবং গ বিভাগের শিল্পীরা পান মাত্র ৮৪ টাকা।
আর সংবাদ পাঠকরা বুলেটিন অনুয়ায়ী প্রতি ৫ মিনিটে পান-উচ্চ শ্রেণি-৭৭০ টাকা, ক-৬৩০ এবং খ শ্রেণিভুক্তরা পান ৪৯০ টাকা।
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম