‘বিশ্বকাপের মতো প্রতিদ্বন্দ্বিতার খেলা হবে’
খুলনা : ২০১৯ সালের আগে কোনো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না। সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছুই করা সম্ভব নয়। বিশ্বকাপের মতো প্রতিদ্বন্ধীতার খেলা হবে। সাহস থাকলে নির্বাচনে অংশ নেবেন। জনগণ আপনাদের ভোট দিলে সরকার গঠন করবেন। একথা বলেছেন স্থাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ চত্বরে আয়োজিত বিএমএ নির্বাচনে স্বাচিপ মনোনীত ডা. শেখ বাহারুল আলম ও ডা. মেহেদী নেওয়াজ পরিষদের প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
৫ মার্চের জাতীয় নির্বাচন না করলে দেশে সামরিক শাসন জারি হতো। শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে সেসময় বির্নাচন করে গণতন্ত্র রক্ষা করেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের চলমান আন্দোলনে দেশের সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। হরতাল-অবরোধের ডাক দিলেও যানজট লেগেই রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বচিপ) খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত এসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম প্রফেসর ডা. ওুহুল হক, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ।
এসময় আরো বক্তব্য দেন, এস এম মোস্তফা রশিদী সুজা এম পি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. দীন মোহাম্মদ, বিএমএর সাবেক মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএর সাবেক মহাসচিব ডা. শরফুদ্দিন ভূইয়া প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, বিএনপি চেয়ারপারসন তার কার্যালয়ে বসে জঙ্গি তৎপরতা চালাচ্ছেন। আমরা বাংলাভাই, শায়ক রহমান নামের জঙ্গিদের দমন করতে পারলেও এখনো একজন জঙ্গি দমন করতে পারিনি। তিনি খালেদা জিয়া। তিনি যেভাবে সহিংসতা চালিয়ে যাচ্ছেন তাতে খুব শিগগিরই তিনি দমন হবেন।
নাসিম জানান, কোথাও হরতাল হচ্ছে না। সাধারণ মানুষ এ হরতাল মানছে না। হরতালের দিনেও ঢাকায় প্রচন্ড যানজট দেখা যায়। সহিংসতার মাধ্যমে কোনো আন্দোলন সফল হতে পারে না । সহিংসতাকারীদের প্রচলিত আইনে বিচারের মাধ্যমে সাধারণ মানুষের জয় হবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী খুলনার বিশেষায়িত শেখ আবু নাসের হাসপাতালের পরিদর্শন করেন। পরে খুলনা মেডিকেল কলেজ চত্বরে শহীদ মিনার উদ্ভোধন, কয়েকটি ছাত্রাবাস ও মেডিকেল কলেজের নামফলক উন্মোচন করেন।
সকালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনার স্বাস্থ্য বিভাগের উন্নয়নে ১২ দফা দাবি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/প্রতিনিধি/এটিএস
নিউজবাংলাদেশ.কম