News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৬, ৩ মার্চ ২০১৫
আপডেট: ১২:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২০

দশ লাখ টন চাল কিনবে সরকার

দশ লাখ টন চাল কিনবে সরকার

ঢাকা: চলতি বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে বোরো চাল এবং ২২টাকা কেজি দরে ধান কিনবে সরকার। পাশাপাশি ২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে গম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন গম, ১ মে থেকে ৩০ আগস্ট চারমাস ধরে ১০ লাখ টন বোরো চাল এবং ১ লাখ টন বোরো ধান সংগ্রহ করা হবে। কৃষকরা যাতে লাভবান হয় সেজন্য বিশ্লেষণ করে বোরো ধান, চাল এবং গমের দাম নির্ধারণ করা হয়েছে।’

কামরুল ইসলাম জানান, এবছর প্রতিকেজি বোরো ধানের উৎপাদন খরচ পড়েছে ২০ টাকা এবং প্রতিকেজি চালের উৎপাদন খরচ পড়েছে ২৭ টাকা। গমের উৎপাদন খরচ ২৬ টাকা। গতবছর বোরো মৌসুমে ৩১ টাকা কেজি দরে বোরো চাল এবং ২০ টাকা কেজি দরে ধান এবং ২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ করেছিল সরকার। এর আগের বছর সাড়ে ১৮ টাকা কেজি দরে বোরো ধান এবং ২৯ টাকা কেজি দরে বোরো চাল কিনে ছিল সরকার।

সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়