দেশজুড়ে ২৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা: ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে নাশকতারোধে রাজধানীসহ দেশজুড়ে ২৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও জরুরি ভিত্তিতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও ৭০ প্লাটুন।
মঙ্গলবার বিজিবি মোতায়েনের তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা।
তিনি জানান, মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। রাজধানী ঢাকার বাইরে থাকবে ২৫২ প্লাটুন বিজিবি। এর মধ্যে সাধারণ নিরাপত্তায় ১৪২ প্লাটুন থাকবে আর বিভিন্ন মহাসড়কে যানবাহনে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তার জন্য টহলে থাকবে ১১০ প্লাটুন বিজিবি। এই প্লাটুনগুলো ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে।
তিনি জানান, হরতাল-অবরোধকে কেন্দ্র করে সারাদেশে এই ২৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার (২ মার্চ) দিনগত রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা উঠে গেলেই ভোর ৬টা থেকে তারা টহল শুরু করবেন। পাশাপাশি আরো ৭০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম