News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১০, ৩ মার্চ ২০১৫
আপডেট: ১৮:০৯, ১৭ জানুয়ারি ২০২০

খালেদার নাইকো মামলায় রিটের শুনানি বুধবার

খালেদার নাইকো মামলায় রিটের শুনানি বুধবার

ঢাকা: নাইকো দুর্নীতি মামলার বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিটের শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এ তারিখ ধার্য করেন।

এর আগে গত মাসের মাঝামাঝিতে দীর্ঘ সাত বছর পর খালেদা জিয়ার নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বিষয়ে রিটের নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হয়। এ দুই মামলার বিষয়ে নিষ্পত্তির জন্য ইতিমধ্যে কমিশনের আইন অনুবিভাগের মতামত নেয়া হয়েছে। মতামত পেয়ে কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয় দুদক। এছাড়া দুদকের পুরনো মামলাগুলো পরিচালনার জন্য হাইকোর্টে আলাদা বেঞ্চ গঠন করা হয়।

অবশেষে রুল নিষ্পত্তির লক্ষ্যে শুনানির জন্য আগামীকাল বুধবার তারিখ নির্ধারণ করেন আদালত।

উল্লেখ্য, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে) উপ-পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপ-পরিচালক) এস এম সাহিদুর রহমান তদন্ত করে ২০০৮ সালের ৫ মে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ১১ জনকে আসামি করা হয়। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০০৮ সালের ১৫ জুলাই নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম দু’মাসের জন্য স্থগিত করেন আদালত। পরে স্থগিতাদেশের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়।

এ মামলায় খালেদা জিয়া বর্তমানে জামিনে রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/ এফএ

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়