আগুনে নিভে গেল আরেক প্রাণ
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: অবরোধ সমর্থকদের দেওয়া আগুনে পুড়ে মারা গেলেন এক কাভার্ডভ্যান চালক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে ওই কভার্ডভ্যানে দেওয়া আগুনে চালকের সহকারীও গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত চালকের নাম শিপনের (৩৫)বাড়ি বরিশালে। তার সহকারী শাকিল (১৪) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী গ্রামের বাসিন্দা জসীম উদ্দিনের ছেলে। তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে কানসাটের বাঁশপট্টি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি মইনুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার তৌহিদ জানান, সহকারী শাকিলের শরীরের ৮০ ভাগই পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে আমরা রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
ভোরের দিকে শিপন ও শাকিল খালি কাভার্ডভ্যান নিয়ে মাল আনতে সোনা মসজিদ বন্দরের দিকে যাচ্ছিল। পথে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থকরা। এতে দগ্ধ হয়ে চালক শিপন ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি মইনুল ইসলাম।
পরে স্থানীয় জনগণ ও শিবগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং চালকের সহকারীকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ-হরতালে হাতবোমার বিস্ফোরণ, গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগে ইতোমধ্যে ৬০ জনের বেশি মানুষ মারা গেছে।
নিউজবাংলাদেশডটকম/এফই
নিউজবাংলাদেশ.কম