News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৯, ২ মার্চ ২০১৫
আপডেট: ১৮:০৯, ১৭ জানুয়ারি ২০২০

‘রানা প্লাজার অনুদান কোথায় গেল?’

‘রানা প্লাজার অনুদান কোথায় গেল?’

ঢাকা : রানা প্লাজা ধ্বংসের পরপরই বিভিন্ন দেশ থেকে ১৩৫ কোটি টাকা অনুদান এসেছিল। এর মধ্যে ২৩ কোটি টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত-আহত শ্রমিকদের মধ্যে বণ্টন করেন। কিন্তু বাকি টাকা কোথায় গেল? আজ সোমবার দশম জাতীয় সংসদেও পঞ্চম অধিবেশনের ২৫তম বৈঠকে পয়েন্ট অব ওয়ার্ডাওে দাঁড়িয়ে একথা জানতে চেয়েছেন বিরোধী দলীয় নেতা রওশান এরশাদ।

তিনি আরো বলেন, কয়েকদিন আগে তার কাছে প্রায় দুশো আহত শ্রমিক ও নিহতদের আত্মীয়-স্বজন সহায়তার জন্য এসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি আহবান জানান, বাকি একশো কোটি টাকা রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করতে। রওশান জানান, তারা না খেয়ে মরলে দেশও অচল হয়ে পড়বে।

রওশন এরশাদ জানান, তার কাছে সৌদিপ্রবাসী এক শ্রমিকের পরিবার আদেন জানিয়েছে ওই শ্রমিককে সরকারের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে। সৌদিতে ওই শ্রমিকের কাছে প্রায় বিশ লাখ টাকা দাবি করে একটি মাফিয়া গ্রুপ তার ওপর নির্যাতন চালাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এএসটি/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়