News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৬, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২১, ১৮ জানুয়ারি ২০২০

শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ১৪০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ১৪০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

ঢাকা: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল ঢাকা ত্যাগ করেছে। পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ শামীম এ দলটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।  

আজ শনিবার সকালে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা দেশত্যাগ করেছেন। তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেনে পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।

তিনি জানান, বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দারফুর সুদান মিশনে ব্যানএফপিইউ-১ কন্টিনজেন্ট প্রতিস্থাপনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ দলটিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে আইভরি কোস্ট, হাইতি, মালি, কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজারেরও বেশি সদস্য পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়