নাগরিক সমাজের ঐক্যের ডাক
ঢাকা: সহিংসতা-সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহ্বায়ক কাজী খলীকুজ্জামান আহমদ। তিনি বলেন, “রাষ্ট্রের মালিক নাগরিকরা আজ ভয়াবহ সংকটে। ককটেল, বোমায় আজ তারা দগ্ধ হচ্ছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে সমাজে অস্থিরতা বিরাজ করছে। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না।”
খলীকুজ্জামান বলেন, “৮৩ দিন ধরে অবরোধ চলছে। সবাইকে আজ ভয়াবহ কষ্টে দিন কাটাতে হচ্ছে। ২০১৩ সালেও একই ঘটনা ঘটেছে। এ সংকটময় মুহূর্তে সম্মিলিত নাগরিক সমাজ গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশ গড়ার কাজ করব।”
তিনি সংকট সমাধানে সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরভাবে দমন, জঙ্গি-সন্ত্রাসীদের অর্থের উৎস বন্ধ, সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, যুদ্ধাপরাধীদের বিচার শেষ করাসহ সরকারের উদ্দেশে নয় দফা দাবি তুলে ধরেন।
সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি এ কে এম এ হামিদ।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার আবু উসমান চৌধুরী, অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি হেলাল মোর্শেদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশীদসহ বিভিন্ন শ্রেণি, পেশার কয়েক হাজার মানুষ।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম