ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মী আটক
ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলা সদর ও হরিণাকুন্ডু থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান নিউজবাংলাদেশকে বলেন, ‘‘নাশকতার আশঙ্কায় পুলিশ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। এসময় হরিণাকুন্ডু উপজেলা থেকে জামায়াতের একজন, সদর উপজেলা থেকে বিএনপির দুই নেতাকর্মীকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম