News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৬, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২২, ১৮ জানুয়ারি ২০২০

হত্যার দায় থেকে মার্কিন তরুণী ও তার সাবেক বন্ধুর অব্যাহতি

হত্যার দায় থেকে মার্কিন তরুণী ও তার সাবেক বন্ধুর অব্যাহতি

ব্রিটিশ শিক্ষার্থী মেরেডিথ কার্চার হত্যার দায় মার্কিন তরুণী অ্যামান্ডা নক্স ও তার ইতালিয়ান সাবেক ছেলেবন্ধু রাফায়েল সোলেসিটোকে অব্যাহতি দিয়েছে দেশটির সব্বোর্চ্চ আপিল আদালত। এর ফলে ইতালির দীর্ঘ আইনি আর আলোচিত হত্যা মামলার সমাপ্তি ঘটতে যাচ্ছে। খবর বিবিসির।
 
২০০৭ সালে মিজ কার্চারকে ছুরিকাঘাতে মৃত অবস্থায় পাওয়া যায় কার্চারকে। এ ঘটনায় মিজ কার্চারের রুমমেট অ্যামান্ডা নক্স ও তার সাবেক ছেলেবন্ধুকে গ্রেফতার করা হয়। কার্চারকে হত্যার অভিযোগে ২০০৯ সালে এই যুগলকে দোষী সাব্যস্ত করা হলেও দুইবছর পর সেই আদেশ স্থগিত করা হয়। কিন্তু তার বিরুদ্ধে আপিল হলে আরেকটি আদালত গতবছর দণ্ড পুনর্বহাল করে।

দীর্ঘ সাত বছর ধরে চলা এ মামলায় অবশেষে গত শুক্রবার ইতালির সব্বোর্চ্চ আপিল আদালত কার্চার হত্যার দায় থেকে অ্যামান্ডা নক্স ও রাফায়েল সোলেসিটোকে অব্যাহতি দেন। আদালত তাদের নির্দোষ উল্লেখ করে রায় ঘোষণা করেন। তবে, ঠিক কি কারণে তাদের নির্দোষ মনে করা হচ্ছে তা নিয়ম অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই জানা যাবে।

এই রায়ের পর নির্ভার লাগছে বলে মন্তব্য করেছেন অ্যামান্ডা নক্স। অন্যদিকে নিহত কার্চারের মা আরলিন মন্তব্য করেছেন যে, তিনি এই রায়ে বিস্মিত এবং আহত হয়েছেন।
 
এই মামলায় অভিযুক্ত আরেকজন, রুডি হের‍ম্যান গুয়েডে নামের একজন আইভরি কোস্টের নাগরিক ষোল বছরের কারাদণ্ড ভোগ করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়