News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২২, ১৮ জানুয়ারি ২০২০

শ্যামপুরে কম্প্রেসর বিস্ফোরণে ২ শ্রমিক নিহত, আহত ২

শ্যামপুরে কম্প্রেসর বিস্ফোরণে ২ শ্রমিক নিহত, আহত ২

রাজধানীর শ্যামপুরে একটি কারখানার কম্প্রেসর বিস্ফোরণে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুই শ্রমিকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রতিনিধি।

নিহতরা হলেন, দেলোয়ার হোসেন (৪৫), পিতা গোলাম রহমান ও সোহাগ (২৫), পিতা গিয়াসউদ্দিন। তারা ফতুল্লা থানার পাগলা এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
আহত দুই শ্রমিক জিল্লুর রহমান (৩০) ও মুসার (২২) অবস্থাও গুরুতর বলে জানান চিকিৎসকরা।
 
কদমতলী থানার এসআই রফিকুল ইসলাম রফিক নিউজবাংলাদেশকে জানান, শুক্রবার রাত ৯টায় কদমতলী থানাধীন ১৪ নম্বর শ্যামপুর এলাকার এভারগ্রিন টেক্সটাইল মিলে ডায়িং (রং) কাজ করার সময়ে কম্প্রেসার বিষ্ফোরিত হয়ে ৪ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
সোয়া দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার ও সোহাগকে মৃত ঘোষণা করেন।

কারখানার সুপারভাইজার হুমায়ূন কবির জানান, অতিরিক্ত তাপের কারণে কম্প্রেসার বিস্ফোরণের এই ঘটনা ঘটে। 
নিউজবাংলাদেশ.কম/এএইচ/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়