News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৭, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২২, ১৮ জানুয়ারি ২০২০

‘দ্য মোমেন্ট ইন অ্যা ফ্রেম’

শেষ হলো ৩ দিনের প্রদর্শনী

শেষ হলো ৩ দিনের প্রদর্শনী

ঢাকা: শেষ হলো ‘দ্য মোমেন্ট ইন অ্যা ফ্রেম’ শিরোনামে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনীর।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রবীণ ফটোগ্রাফার আনোয়ার হোসেন অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করেন।

প্রদর্শনীর মিডিয়া পার্টনার ছিল নিউজবাংলাদেশ.কম।

প্রদশর্নীতে মোট ৫০ জন ফটোগ্রাফারের ৯৫টি আলোকচিত্র স্থান পায়। এর মধ্যে শেষ দিন সন্ধ্যা পর্যন্ত বেশকিছু আলোকচিত্র বিক্রি হতে দেখা যায়।

প্রদর্শনীর উদ্যোক্তা আমরাবতী অমর নিউজবাংলাদেশ.কমকে বলেন, “এখানে অনেক ছবি বিক্রি হয়েছে। তবে মজার ব্যাপারটি হচ্ছে, এবারই প্রথম অংশ নিয়েছেন এমন বেশ কজন ফটোগ্রাফারের ছবি বিক্রি হয়েছে। যেটা নতুনদের জন্য উৎসাহের একটা কারণ হবে।”

এবারই প্রথম ফটোগ্রাফি প্রদর্শনীতে অংশ নিয়েছেন এমনই একজন ফটোগ্রাফার হাফসা জামান এনি। পেশায় তিনি প্রফেশনাল ফটোগ্রাফার না হলেও ভালোবাসেন ঘুরতে। আর ঘোরা থেকেই ছবি তোলা। তিনটি ছবি নিয়ে অ্যানি অংশ নিয়েছিলেন প্রদর্শনীতে।

প্রথমবার অংশ নিয়েই বিক্রি হয়েছে অ্যানির একটি ছবি, যা তার ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করেন তিনি।

কথা হলে অ্যানি নিউজবাংলাদেশ.কমকে বলেন, “নিজের অনুভূতি সবার মাঝে জানান দেয়ার জন্যই ফটোগ্রাফি করা।”

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়