কাস্টমস গোয়েন্দা কর্মকর্তার ইন্তেকাল
ঢাকা: কাস্টমস গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক অরিন্দম চাকমা (৫৭) ইন্তেকাল করেছেন।
শুক্রবার দুপুর একটায় মারা যান তিনি।
কাস্টমস গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা নিউজবাংলাদেশ.কমকে তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, “চট্টগ্রাম থেকে বাসে ঢাকা আসার পথে হঠাৎ শরীরিক সমস্যা অনুভব করেন অরিন্দম চাকমা। পরে স্থানীয় ফেনী ডায়াবেটিক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অরিন্দম চাকমা স্ত্রী ও সন্তানসহ চট্টগ্রামেই থাকতেন।
সোনা, মুদ্রা এবং অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান রোধে তিনি অসাধারণ অবদান রেখেছেন। তাকে চট্টগ্রামের গোয়েন্দা অফিসে বদলি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম