News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৩, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১২:০৭, ৮ ফেব্রুয়ারি ২০২০

অ্যাকটিভ সিটিজেনস রিজিওনাল এচিভার্স সামিট অনুষ্ঠিত

অ্যাকটিভ সিটিজেনস রিজিওনাল এচিভার্স সামিট অনুষ্ঠিত

ঢাকা: তরুণদের শিক্ষিত ও দক্ষ হয়ে ওঠার পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে সমাজ উন্নয়নে অবদান রাখার আহ্বান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো অ্যাকটিভ সিটিজেনস রিজিওনাল এচিভার্স সামিট-২০১৫।

শুক্রবার সকালে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় এবং দি হাঙ্গার প্রজেক্ট ও অন্যান্য সহযোগী সংস্থার উদ্যোগে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এ সামিট অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ সামিটে আগত দুশতাধিক অ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডার তাদের গৃহীত সামাজিক উদ্যোগগুলো প্রদর্শন করে। তারা প্রতিটি উদ্যোগের বর্তমান অবস্থা, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরে আগামী দিনের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য পরবর্তী করণীয় নির্ধারণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড.বদিউল আলম মজুমদার। প্রধান অতিথি ছিলেন বিচারপতি কাজী এবাদুল হক।  বিশেষ অতিথি ছিলেন গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনীর হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মাসুদ হুসেইন, ড. মঞ্জুর আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, একটি শান্তি ও সোহার্দ্যপূর্ণ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় সারাদেশে অ্যাকটিভ সিটিজেনস কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের সাথে দি হাঙ্গার প্রজেক্ট-২০০৯ সাল থেকে যুক্ত।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়