News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৬, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৪১, ১৮ জানুয়ারি ২০২০

সাইফুল তালুকদার স্মরণ সভা অনুষ্ঠিত

সাইফুল তালুকদার স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন,“প্রয়াত সাংবাদিক সাইফুল ইসলাম অত্যন্ত সাহসী, নীতিবান, খুবই সাদাসিধা জীবন যাপনকারী। এই মানুষটি সাংবাদিকতা জীবনে বহুবার চাকরি হারিয়েছেন, কষ্টে থেকেছেন কিন্তু কখনো ভেঙে পড়েননি।”

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে পেশাজীবী সমন্বয় পরিষদের আয়োজনে প্রয়াত সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

চৌধুরী বলেন, “যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে,অরাজকতা নাশকতা করে দেশকে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তিনি তার কলমকে ব্যবহার করেছেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, “তিনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতেই পারিনি। এখন মনে হচ্ছে কেনো তার সাথে আরো বেশি  সময় কাটালাম না।”


পেশাজীবী সমন্বয় পরিষদ সভাপতি বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে ছিলেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মকসুদ কামাল, পেশাজীবী পরিষদের প্রচার সম্পাদক  প্রকৌশলী মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।

নিউজবাংলাদেশে.কম/টিএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়