News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৮, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৭, ১৮ জানুয়ারি ২০২০

রেল ভ্রমণে আস্থা হারাচ্ছেন যাত্রীরা: ভোগান্তি চরমে

রেল ভ্রমণে আস্থা হারাচ্ছেন যাত্রীরা: ভোগান্তি চরমে

লালমনিরহাট: লালমনিরহাট থেকে ঢাকার কমলাপুর স্টেশনগামী লালমনি-এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের দুর্ভোগ সীমাহীন। প্রতিদিন মারাত্মক শিডিউল বিপর্যয়ের ঘটনায় দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ছে। অনেক যাত্রী ট্রেনের জন্য দীর্ঘ অপেক্ষার পর যাত্রা বাতিল করে বাড়ি ফিরে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি শিগগিরই শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবেন তারা।

লালমনিরহাটসহ গোটা উত্তরবঙ্গের যাত্রীদের ভরসা ঐতিহ্যবাহী লালমনি-এক্সপ্রেস ট্রেনটি। কিন্তু প্রতিনিয়ত  শিডিউল বিপর্যয়ের কারণে এ রুটে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়েছে। এ কারণে নিরাপদ রেল ভ্রমণের প্রতি ক্রমেই আস্থা হারাচ্ছেন  এ অঞ্চলের যাত্রীরা ।

যাত্রীদের অভিযোগ, “ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও ট্রেনের দেখা  না পাওয়ায়  সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। শিডিউল বিপর্যয়ের কারণে প্রতিটি ট্রেন ৭-৮ ঘণ্টা দেরিতে যাতায়াত করছে। এতে চরম দুর্ভোগের কবলে পড়েছে শত শত যাত্রী ।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশন মাস্টার আকবর আলী লালমনি এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটনার সত্যতা স্বীকার করে এ সমস্যা দ্রুত কাটিয়ে উঠবে বলে জানান।  

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী  লালমনি এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষমান।  

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেসের যাত্রী সুমাইয়া বলেন, “ট্রেনের  ভাড়া বাড়লেও বাসের চেয়ে ট্রেন  জার্নি সেফ। এ কারণে ট্রেনে  যেতে চাই।  কিন্তু  এভাবে শিডিউল বিপর্যয়  অব্যাহত থাকলে যাত্রীরা আস্তে আস্তে ট্রেন জার্নি থেকে মুখ ফিরিয়ে নিবে।  

লালমনির এক্সপ্রেসে  ঢাকায় যাবেন  লালমনিরহাটের বুড়িমারী জিরো পয়েন্ট হয়ে ভারত থেকে আসা ব্যবসায়ী আবদুল গফুর মিয়া।

তিনি বলেন, “ট্রেনের ভাড়া বেড়েছে কিন্তু সেবার মান আগের মতোই রয়েছে।”

শিডিউল বিপর্যয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছি কিন্তু মিলছে না ট্রেনের দেখা । জানি না আরও কত অপেক্ষা করতে হবে রেল ষ্টেশনে।”
বিশ্ববিদ্যালয় ছাত্র নাহিদ চৌধূরী বলেন, “শুধু শিডিউল বিপর্যয় নয়, টিকিট কালো বাজারিসহ পদে পদে দুর্ভোগ পোহাতে হচ্ছে লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের।”

এ ব্যাপারে তিনি  রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছেন কি না  জানতে চাইলে তিনি বলেন, “অভিযোগ করে কোনো লাভ নেই বরং আরও ঝামেলা বাড়ে।”

টিকেট কালো বাজারে বিক্রি বন্ধ ও অব্যাহত শিডিউল বিপর্যয় দ্রুত কাটিয়ে উঠবে এমন প্রত্যাশা ট্রেন নির্ভর ভুক্তভোগী যাত্রীদের।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়