News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৭, ১৮ জানুয়ারি ২০২০

পদত্যাগ করে মনোনয়নপত্র নিলেন মনজুর

পদত্যাগ করে মনোনয়নপত্র নিলেন মনজুর

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের পদ ছেড়ে দিয়ে আসন্ন নির্বাচনে একই পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ মনজুর আলম।

শুক্রবার বিকেল চারটার দিকে মনজুর আলম চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেন। এর পরেই তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনজুর আলম বলেছেন, “চট্টগ্রামের জন্য তিনি সাধ্যমতো কাজ করেছেন। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে এবং বাংলাদেশ জতীয়তাবাদী দলের সমর্থনে মেয়র পদে প্রার্থী হয়েছি। পাঁচ বছর দায়িত্ব পালনে সহযোগিতার জন্য আমি নগরবাসীর কাছে কৃতজ্ঞ।”

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোহাম্মদ মনজুর আলমকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে চট্টগ্রাম বিএনপি।

বুধবার সন্ধ্যায় ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’ সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থী হিসেবে মনজুর আলমের নাম ঘোষণা করে।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়