News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৬, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৮, ১৮ জানুয়ারি ২০২০

কুড়িগ্রাম সীমান্ত থেকে মাদকদ্রব্য আটক

কুড়িগ্রাম সীমান্ত থেকে মাদকদ্রব্য আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মদ, গাঁজা ও ফেনসিডিলসহ প্রায় দেড় লাখ টাকার মাদক দ্রব্য আটক করেছে কুড়িগ্রাম ৪৫ বিজিবি।

বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকার পাঁচটি পয়েন্টে অভিযান চালিয়ে ৩৬ বোতল অফিসার্স চয়েস মদ, ২৮ বোতল ব্লাক পাওয়ার মদ, ৩২ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।

বিজিবি আরও জানায়, নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার ওমর আলির নেতৃত্বে টহল দল বাহির কেদার নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ২৪ বোতল অফিসার্স চয়েস মদ আটক করে।

পাখিউরার চর সীমান্ত ফাঁড়ির টহল দল কালাইর চর নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ২৮ বোতল ব্লাক পাওয়ার মদ আটক করে।

নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্তে আর একটি টহল দল মানিক কাজি ফকির পাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ৩২ বোতল ফেনসিডিল আটক করে।

অন্যদিকে ফুলবাড়ী উপজেলার বালার হাট সীমান্ত ফাঁড়ির টহল দল খলিসা কোটাল নামক স্থানে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা আটক করে।

ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুড়ি সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. আব্দুস সোবানের নেতৃত্বে টহল দল দক্ষিণ তিলাই নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১২ বোতল অফিসার্স চয়েস মদ আটক করতে সক্ষম হয়।

তবে চোরাকারবারীরা মাদক দ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মো. জাকির হোসেন জানান, কুড়িগ্রাম জেলার ২৭৪ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ফলে প্রায় প্রতিদিনই বিভিন্ন সীমান্ত পয়েন্টে এসব মাদকদ্রব্য আটক করতে সক্ষম হচ্ছে বিজিবি।

নিউজবাংলাদেশ.কম/এআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়