এক দড়িতে দু’বোনের আত্মহত্যা
লালমনিরহাট: পাটগ্রাম পৌর এলাকায় একই দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দুই বোন আত্মহত্যা করেছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ৭ নং ওয়ার্ডের তাত্রারপাড় কলাবেচাটারী এলাকা সফিকুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী রুমানা আক্তার (১৬) ও তার মামাতো বোন মিন্টু মিয়ার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী নাসরিন আক্তার নার্গিস (১৩) বাড়ির পাশে একটি আমগাছের ডালে আত্মহত্যা করেছে। একাজে তারা একটি দড়িই ব্যবহার করে।
তারা দুজনই পাটগ্রাম এপি সিনিয়ার মাদ্রসার ছাত্রী। পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম নিউজবাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম