News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩০, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৪:৪৯, ২৯ জানুয়ারি ২০২০

আর্জেস গ্রেনেডসহ ৪ জেএমবি সদস্য আটক

আর্জেস গ্রেনেডসহ ৪ জেএমবি সদস্য আটক

ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে উচ্চক্ষমতাসসম্পন্ন গ্রেনেড ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- আব্দুর রজ্জাক, হানাজালা, জিয়াউল এবং মোজাম্মেল হোসেন।

শুক্রবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল হক নিউজবাংলাদেশকে আটকের তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার  দিবাগত রাত ৩টার দিকে গোনপ সংবাদের ভিত্তিতে মেজর তৌফিকুল বারীর নেতৃত্বে র‌্যাব-১০ দক্ষিণখানের কসাইবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির ৪ সদস্যকে আটক করে। উদ্ধার করা হয় একটি আর্জেস গ্রেনেড, টাইমবোমা, বোমা তৈরির সালফার, কোরডেক্স, ডেটোনেটার ও কয়েকটি পেট্রোলবোমা।

আটককৃত জেএমবি সদস্যরা বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলেও দাবি র‌্যাবের। 

আটককৃতদের মধ্যে জিয়াউল ও রাজ্জাক জেএমবির ‘গায়েরে এহসার’ সদস্য, হানজালা ‘এহসার’ সদস্য ও মোফাজ্জল জেএমবির সদস্য বলে জানান র‌্যাবের সহকারী পরিচালক।

নিউজবাংলাদশে.কম/এনএইচ/এফই/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়