শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী নিহত
ঢাকা: রাজধানীর শাজাহানপুরে সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ উল্টে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। পিকআপের চালকসহ আহত হয়েছেন ছয় সংবাদকর্মী। নিহত ব্যক্তির নাম মশিউর (৩৫)। আহতরা হলেন- সুজন (৩৮), শাহাদাত (২৮), বাহাদুর, খায়ের, আজাদ ও পিকআপ চালক রাসেল।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সুজন জানান, তারা রাজধানীর আশকোনায় দৈনিক মানবকণ্ঠের প্রেস থেকে পত্রিকা নিয়ে যাচ্ছিলেন হকারদের কাছে পৌছে দিতে। এরপর শাজাহানপুরে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। তারা প্রত্যেকেই মানবকণ্ঠের প্রেসে বিভিন্ন পদে কাজ করেন বলে জানান তিনি।
পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে, চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৪টার দিকে শফিউরের মৃত্যু হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম