News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২৮, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৮, ১৮ জানুয়ারি ২০২০

ঝিনাইদহে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্টান্ডে নির্মাণাধীন একটি মার্কেটের ভেতর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ষাটোর্ধ্ব এ নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপীনাথ কানজিলাল জানান, ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে মনোয়ার হোসেনের নির্মাণাধীন মার্কেটের ভেতর এক বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, অজ্ঞাত পরিচয় এ নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়না তদন্ত শেষে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসআরআর/এফই/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়