আ.লীগের সিটি প্রার্থীদের দিকনির্দেশনা দেবেন হাসিনা
ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি শুক্রবার সন্ধ্যা ৭টায় গণভবনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “শুক্রবার খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা শেষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণভবনে যাবেন। সেখানে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ দিকনির্দেশনা দেবেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের দুই নেতা জানান, প্রধানমন্ত্রী হিসেবে নন, আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা দিকনির্দেশনা দেবেন।
নিউজবাংলাদেশ.কম/এফই/এজে
নিউজবাংলাদেশ.কম