News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৪, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪১, ১৮ জানুয়ারি ২০২০

শিশুদের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে

শিশুদের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে

ঢাকা: “স্বাধীনতার এই মাসে সব শিশুদের কাছে স্বাধীনতার সঠিক ইতহাস তুলে ধরতে হবে” বলে মন্তব্য করেন জাতীয় সংসদ স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া।
 
বৃহস্পতিবার রাজধানীর শিশু একাডেমিতে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
 
তিনি বলেন, “শিশুদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস শেখাতে হবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা জানলেই একসময় দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।”
 
তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি স্বাধীনতা, একটি সার্বভৌম বাংলাদেশ। জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতনা, পেতাম না স্বাধীনতা। বিশ্বের বুকে মাথা উঁচু করে বলতে পারতাম না আমি বাঙালি, বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি।”
 
বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী, সংগীত শিল্পী ফরিদা পারভীন প্রমুখ।
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়