নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১৩ মাইলে এ দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের ১৩ মাইল মোড়ে একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোমিন হোসেন (৩০) নামে একজন নিহত হন। তিনি জেলার পোরশা উপজেলার বাসিন্দা।
দুপুর ১২টা পর্যন্ত তার সঠিক পরিচয় পাওয়া যায়নি বলেও তিনি জানান। ঘটনাস্থল থেকে নিহত মোমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজবাংলাদেশ.কম/বিএআর/এফই
নিউজবাংলাদেশ.কম