যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফুল-মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুভেচ্ছা স্বরূপ তাদেরকে ফুল ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ তথ্যসচিব আশরাফুল আলম খোকন, সহকারী ব্যক্তিগত সচিব(এপিএস)-১ জাহাঙ্গীর আলম ও এপিএস-২ সাইফুজ্জামান শেখর রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে এসব সামগ্রী হস্তান্তর করেন।
মুক্তিযোদ্ধারা তাদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য মোহাম্মদপুরে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করে দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।
উল্লেখ্য প্রায় ৮০টি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার ওই ভবনে বসবাস করছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম