শিশু হত্যাকারীদের ক্ষমা নেই
ঢাকা: হরতাল অবরোধের নামে যারা শিশুদের পুড়িয়ে মারে, মানুষ পুড়িয়ে হত্যা করে জাতি তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত শিশু-কিশোর সমাবেশে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বর্তমানে হরতাল-অবরোধের নামে দেশে নাশকতা চলছে। শিশুদের স্কুলে যেতে বাধা দেয়া হচ্ছে। আর এ কাজ যারা করছে তাদের ক্ষমা নেই।
বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, হরতাল-অবরোধ দিয়ে দেশকে পিছিয়ে রাখার চেষ্টা করছে তারা। এমনকি এসএসসি পরীক্ষার সময়ও হরতাল দিচ্ছে তারা।
তিনি বলেন, তারা যেভাবে মানুষ পুড়িয়ে মারছে জাতি ঘৃণাভরে তাদের প্রত্যাখ্যান করবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নত সমাজ চাই। আমরা চাই শান্তিপূর্ণ দেশ। হানাহানি মারামারি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসকে না বলে মাতৃভূমির উন্নতির জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, আসুন আমরা জঙ্গি ও সন্ত্রাসকে না বলি। আমরা পয়েলা জানুয়ারিই শিশুদের হাতে বই পৌঁছে দিয়েছি। কিন্তু শিশুরা স্কুলে যেতে পারছে না। ঠিকমতো পরীক্ষা দিতে পারছে না। তবু আমাদের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, তোমরা বাবা-মা, শিক্ষকদের কথা শুনবে। আমিও তোমাদের মতো একদিন শিশু ছিলাম। তোমাদের মধ্য থেকেই একদিন কেউ প্রধানমন্ত্রী হবে।
বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিশু-কিশোরদের সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে।
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্টেডিয়ামে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া তাকে স্বাগত জানান।
শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। এসময় জাতীয় সংগীত বাজানো হয়।
অনুষ্ঠান মঞ্চে গিয়ে দাঁড়ানোর পর প্যারেড কমান্ডার সালাম জানালে প্রধানমন্ত্রী পায়রা ছেড়ে ও বেলুন উড়িয়ে শিশু-কিশোর সমাবেশের উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিএনসিসি, ঢাকা জেলা নৌ স্কাউট, ভারতেশ্বরী হোমস, শহীদ আব্দুর জব্বার আনসার ও ভিডিপি স্কুল ও কলেজ, ভিকারুন্নিসা স্কুল ও কলেজসহ ৪৬টি প্রতিষ্ঠান প্যারেডে অংশ নেয়। প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন।
এরপর ভারতেশ্বরী হোমস ও পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করে।
এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর পর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম