News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৫, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৮ জানুয়ারি ২০২০

স্বাধীনতা দিবস

পতাকা উত্তোলনে ত্রুটি, ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

পতাকা উত্তোলনে ত্রুটি, ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহ: মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় এবং নিয়ম ভঙ্গ করে পতাকা উত্তোলনের দায়ে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ১৮ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহানাজ পারভিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার হাজার ৩ শ’ টাকা জরিমানা করেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইউনুচ আলী নিউজবাংলাদেশকে বলেন, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় ১৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে ১৮টি মামলা দায়ের করে চার হাজার ৩ শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তারা জরিমানার টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করায় জেল-হাজতের হাত থেকে রক্ষা পান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহানাজ পারভিন জানান, স্বাধীনতা দিবসে প্রতিটি সরকারি, বেসরকারি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। পতাকা উত্তোলন না করে তারা জাতীয় কর্মসূচিকে অবজ্ঞা করায় ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেছে।

নিউজবাংলাদেশ.কম/এনকে/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়