রাজধানীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ঢাকা: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন কাফরুল থানার ডিউটি অফিসার এসআই হাফিস।
তিনি জানান, স্থানীয়রা লাশটি পরে থাকতে দেখে থানায় খবর দেয়। এরই প্রেক্ষিতে পুলিশের একটি দল গিয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, লাশটি উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি এখন সেখানেই রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস
নিউজবাংলাদেশ.কম