News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩০, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৮ জানুয়ারি ২০২০

বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১৩ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, নওগাঁ-মহাদেবপুর সড়কের ১৩ মাইল মোড় নামক স্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মোমিন হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি জেলার পোরশা উপজেলার বাসিন্দা।

ওসি আরো জানান, দুপুর ১২টা পর্যন্ত তার সঠিক পরিচয় পাওয়া যায়নি বলেও তিনি জানান।

ঘটনাস্থল থেকে নিহত মোমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়