News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০১, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০৯:২৬, ২ ফেব্রুয়ারি ২০২০

সিটি নির্বাচন

নজরদারিতে থাকবে বৈধ অস্ত্রধারী ও জামিনের আসামিরা

নজরদারিতে থাকবে বৈধ অস্ত্রধারী ও জামিনের আসামিরা

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে বৈধ অস্ত্রধারী এবং ফৌজদারি মামলার জামিন পাওয়া আসামিদের নজরদারিতে রাখবে পুলিশ।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, “নির্বাচনে যাতে কোনো প্রকার বিশৃঙ্ঘলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে সেজন্য তৎপর থাকবে পুলিশ। ঢাকা মহানগরীতে ৪২ লাখে ভোটার ১৯৭১টি কেন্দ্র রয়েছে। তাদের নিরাপত্তা আমরা প্রস্তুত।”

সিটি নির্বাচনে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ব্যবহার করতে পারে উল্লেখ করে তিনি বলেন, “যাদের কাছে অবৈধ অস্ত্র আছে সেগুলো উদ্ধারে অভিযান শুরু হয়েছে। যাদের কাছে বৈধ অস্ত্র আছে তাদেরকেও নজরদারিতে রাখা হবে। ফৌজদারি মামলার যেসব আসামি জামিনে আছে তারাও নজরদারিতে থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়