News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৪, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪৩, ১৮ জানুয়ারি ২০২০

৪ গোয়েন্দা পুলিশকে ফেরত দিল বিএসএফ

৪ গোয়েন্দা পুলিশকে ফেরত দিল বিএসএফ

কুমিল্লা: কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ৪ সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার গভীর রাতে তাদের ফেরত পাঠানো হয়।

সূত্র জানায়, বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে তাদেররকে বাংলাদেশে ফেরত দেয়া হয়। এদের মধ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সবুজ ও কনস্টেবল সেলিমকে আহত অবস্থায় বুধবার রাত পৌনে ১২টার দিকে এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর ও কনস্টেবল তাপসকে পৌনে ১টার দিকে ফেরত পাঠানো হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল আলম নিউজবাংলাদেশকে বলেন, ‘‘বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। এরই সিদ্ধান্তে বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলামের উপস্থিতিতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ডিবি পুলিশের সদস্যদের দেশে ফেরত দেয়া হয়।

উল্লেখ্য, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এরই একপর্যায়ে পুলিশের ৪ সদস্য ভারতীয় সীমান্তের সিপাহিজালা জেলার বক্সনগর থানার রহিমপুর গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়ে।

এর পরপরই বিএসএফের একটি দল এসে তাদের ঘিরে ফেলে। এবং তাদেরকে আটক করে নিয়ে যায়। এ ঘটনার একদিনের মধ্যেই তাদেরকে ছেড়ে দেয়া হলো।
নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়