News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৭, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৩, ১৮ জানুয়ারি ২০২০

যাত্রাবাড়ীর জোড়া খুন

খুনি নিহত গৃহকর্মীর আপন ভাই

খুনি নিহত গৃহকর্মীর আপন ভাই

ঢাকা: টাকা ধার না দেয়ায় খুন করা হয় সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী রওশন আরা (৬৫) ও তার বাসার গৃহকর্মী কল্পনা আক্তারকে(১২)। খুনি কল্পনার আপন ভাই সাইদ।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার দিন ২৪ মার্চ দুপুর তিনটার দিকে রওশান আরার বাসার গৃহকর্মী লাকি আক্তারের ছেলে সাইদ হাওলাদার (১৮) তার মায়ের সঙ্গে দেখা করতে উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টির ওই বাড়িটিতে যায়। কিছুক্ষণ কথা বলে ডাক্তার দেখানোর জন্য লাকী আক্তার বাসা থেকে বের হয়ে যায়। এমসয় সাইদও বের হয়ে যাওয়ার ভান করে। কিন্তু লাকী চলে গেলে সাইদ তার এক বন্ধু রিয়াজকে নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে রওশন আরা বেগমের কাছে ১০ হাজার টাকা ধার চায় ব্যবসা করার জন্য। রওশন টাকা ধার দিতে রাজি না হওয়ায় রিয়াজের সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে গলায় পোচ দেয় সাইদ। এসময় তার আপন বোন কল্পনা (১২) দেখে ফেলায় তাকেও ছুরি দিয়ে জবাই করে।

বুধবার রাতে শাহজাহানপুর থেক আটকক হওয়া সাইদ জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছে বলে জানায় পুলিশ।

আটকের সময় তাদের হেফাজত থেকে ওই বাড়ি থেকে খোয়া যাওয়া একটি মোবাইল ও ১৪ হাজার পাঁচশ টাকা জব্দ করে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, হত্যাকাণ্ডে সময় ওই বাড়ি থেকে দুইটি মেবাইল একটি ল্যাপটপ ও ১০ হাজার টাকা নিয়ে পালিয়েছিল সাইদ। পরে গুলিস্তানের ফুটপাতে তারা ল্যাপটপটি চার হাজার টাকা ও একটি মোবাইল চারশ টাকা বিক্রি করে। আরেকটা মোবাইলের হদিস এখনো পাওয়া যায়নি।

তিনি বলেন, “ছেলেটা মাদকাসক্ত ছিল। সে ভেবেছিল, রওশন আরার সব ছেলে বিদেশে থাকেন। কিছুদিন আগেও তিনি আমেরিকা থেকে ঘুরে এসেছেন। ওই বাড়িতে অনেক টাকা থাকবে।”

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়