কালরাতে আলোর মিছিল
টাঙ্গাইল: টাঙ্গাইলে বদ্ধভূমি সংরক্ষণের দাবিতে মোমবাতি নিয়ে ‘আলোর মিছিল’ করেছে কয়েকটি সংগঠন।
২৫ মার্চ কালরাতে মোববাতি মিছিল নিয়ে টাঙ্গাইলের বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রথম আলো বন্ধুসভা পরিবারসহ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সন্ধ্যায় টাঙ্গাইল প্রথম আলো বন্ধুসভা পরিবারের উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক ফুলের তোড়া ও মোমবাতি জ্বালিয়ে স্থানীয় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে টাঙ্গাইল জেলা সদরের বদ্ধভূমিতে গিয়ে ফুলের তোড়া অর্পণ করে। এসময় টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগেও একটি ফুলের তোরা বদ্ধভূমিতে অর্পণ করা হয়।
ফুলের তোরা অর্পণ শেষে আগামী সাতদিনের মধ্যে বদ্ধভূমিতে একটি স্মৃতিস্তম্ভ করবেন বলে আশ্বাস দেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম