লক্ষাধিক শ্রমিক নেবে কাতার
বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতির জন্য বাংলাদেশ থেকে বেসরকারিভাবে লক্ষাধিক শ্রমিক নেবে কাতার সরকার। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ (মার্চ ০২, সোমবার) এ কথা জানান।
রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতির জন্য এরই মধ্যে কাতার সরকার ৫০ হাজার শ্রমিকের চাহিদাপত্র ও ভিসার অনুমোদন দিয়েছে।
এই ৫০ হাজার ছাড়াও কাতার সরকার আরও লক্ষাধিক শ্রমিক নেবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী আরও জানান, এ সব শ্রমিকের কাতার যেতে কোনো খরচ লাগবে না। তাদের সব খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। তবে পাসপোর্ট ও অন্যান্য বাবদ ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হবে বাংলাদেশি কর্মীদের।
উল্লেখ্য, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নয়টি নতুন আন্তর্জাতিকমানের ব্যয়বহুল স্টেডিয়াম নির্মাণ করছে দেশটি। এছাড়া, ছয়টি শহরকে নতুন করে গড়ে তোলা হবে। এতে ব্যয় হবে ১৩৪ বিলিয়ন ডলার। দেশটিতে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক ১০ লাখ বিদেশি শ্রমিক কাজ করেন।
ফেব্রুয়ারির ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত প্রবাসীকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের টিম কাতার সফর করেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম