News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৫, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৩, ১৮ জানুয়ারি ২০২০

কলাপট্টির জোড়া খুন: আটক ৩

কলাপট্টির জোড়া খুন: আটক ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার কলাপট্টি এলাকার ৫৬ নম্বর বাসায় সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ তার গৃহপরিচারিকার মেয়ে খুনের ঘটনায় দুই নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত যুবকের নাম সাঈদ হাওলাদার (২৭)। তবে আটককৃত দুই নারীর নাম জানাতে অপারগতা প্রকাশ করে পুলিশ।

বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মাহমুদ রানা নিউজবাংলাদেশ.কমকে আটকের তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, “শাহজাহানপুর  থানা পুলিশ সাঈদ হালদারকে আটক করে দুপুরে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করে। এখন জিজ্ঞাসাবাদ চলছে।”

এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ওসি অবণী শঙ্করের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “এ ঘটনায় নিহত রওশন আরার ভাই বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৫১।”

পুলিশ আনুমান করছে, দুপুর তিনটার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

হত্যাকাণ্ডের পর সিআইডির একটি প্রতিনিধি দল হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত জব্দ করে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে প্রয়াত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুসের স্ত্রী রওশন আরা (৬৫) ও গৃহকর্মী কল্পনা আক্তার (১৫) খুন হন। নিহত রওশন আরার তিন ছেলে ও দুই মেয়ে। তারা কানাডা ও আমেরিকা থাকেন। ছেলে কাজল কানাডায় এবং অন্যরা আমেরিকায়। তাদের গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়